29 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হবে তত ভালো : ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতই কম হয় ততই ভালো এমন মন্তব্য করে ড. ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকারে রয়েছি। তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিৎ। আমরা দ্রুত নির্বাচন দিতে চাই। আজারবাইজানে রাজধানী বাকুতে কপ ২৯ সম্মেলনের এক ফাঁকে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

তবে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা সংস্কারের গতির ওপর নির্ভর করছে। স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাসহ রাষ্ট্রের ‍গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ চলছে। এরপর নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূস বলেন, সরকারে দায়িত্ব নেওয়ার পর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশকে ভোটের জন্য প্রস্তত করতে। প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেওয়া হবে। 

প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কাজে দেশের সবাইকে এক হতেই হবে। সরকার, সংসদ, নির্বাচনি বিধি কেমন হবে, এসব খুব দ্রুত শেষ করতে হবে।

ছবি: শপথ অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তী সরকার প্রধান- জাতিসংঘ মহাসচিব বৈঠক

এদিকে বুধবার দুপুরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এলডিসি উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা জলবায়ু সংকট মোকাবিলায় এবং পৃথিবী ও মানুষের জন্য কল্যাণকর সভ্যতার জন্য নতুন একটি অর্থনৈতিক কাঠামো গড়ার আহ্বান জানিয়েছেন। কপ ২৯ সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রুদ্ধদ্বার বৈঠকে পাঁচটি প্রধান জলবায়ু ঝুঁকিপূর্ণ স্বল্পোন্নত দেশ – নেপাল, মালাউই, গাম্বিয়া, লাইবেরিয়া এবং বাংলাদেশের নেতারা যোগ দেন।

প্রধান উপদেষ্টা ড.ইউনূস আরও বলেন, আমাদের একটি নতুন অর্থনৈতিক কাঠামো দরকার, যা বিশ্বের মানুষের জন্য কল্যাণকর। একইসঙ্গে বিশ্বের তরুণদের জন্য একটি অর্থনৈতিক ব্যবস্থা তৈরির লক্ষ্যে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় হওয়া সম্মেলন ‘সামিট ফর দ্য ফিউচার’ এ সমর্থন জানান তিনি। তিনি বলেন, আমরা এমন অর্থনৈতিক কাঠামো তৈরি করেছি যার মূল হচ্ছে ভোগ, ভোগ এবং ভোগ। এটি শুধু বর্জ্য, বর্জ্য এবং বর্জ্য তৈরি করে। আমাদেরকে শূন্য বর্জ্যের বিশ্ব তৈরি করতে হবে। 

অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হবে তত ভালো

আরও: জলবায়ু সম্মেলনে ড. ইউনূস দিলেন নতুন সভ্যতা গড়ার বার্তা

আরও: জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহায়তা প্রয়োজন জলবায়ু সম্মেলনে শীর্ষ বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

দেখুন: ভারতের সাথে সুসম্পর্ক হতে হবে ন্যায্যতা-সমতার ভিত্তিতে: ড. ইউনূস | Nagorik TV

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন