ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, অপপ্রচার করে কেউ পার পাবে না। দলের কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ পেলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
দুপুরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে আয়োজিত নারী সমাবেশে এসব কথা বলেন বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
তিনি বলেন, আগে কিছু অপপ্রচার দেখা গেলেও বর্তমানে তা তেমন চোখে পড়ছে না। বিচ্ছিন্নভাবে কেউ মিছিলে যুক্ত হলে তিনি দলের নেতাকর্মী কি না-তার দায় নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে পাথালিয়া বিএনপি’র সভাপতি আব্দুস সোবাহানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মইনুদ্দিন বিপ্লব, পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহিরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে এক হাজারের ও অধিক বিএনপির নারী কর্মীরা আসেন।


