19 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
বিজ্ঞাপন

বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। দিল্লির দাসত্ব ঢাকা মানবে না মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করে ভারতে বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি করেন।

রিজভী বলেন, এখন যুক্তি বিমূখ কুসংস্কারাচ্ছন্ন পশ্চাৎপদ চিন্তাধারার রাজনীতিবিদরা ভারত শাসন করছে। ক্ষমতার নেশায় আচ্ছন্ন ভারতের সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী সাম্প্রদায়িকতাকে পুঁজি করে আশকারা দিচ্ছে কট্টর হিন্দুত্ববাদী অপরাধপ্রবণ জঙ্গীগোষ্ঠীগুলোকে। মিথ্যা বলাই এদের রাজনৈতিক ইশতেহার।

মঙ্গলবার (৩ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ভারত কখনোই সহাবস্থানের পাঠ আয়ত্ব করেনি। যে কারণেই আশপাশের দেশগুলোর সার্বভৌমত্ব উপেক্ষা করে আগ্রাসনের পথ ধরে।

বিএনপির সিনিয়র যুগ্মসচিব বলেন, বিশ্বের সব দেশেই রয়েছে ধর্মের নামে অথবা বর্ণের নামে উগ্রবাদীদের দৌরাত্ম্য। তারা সব দেশ, জাতি-গোষ্ঠী,সব সমাজ, সব ধর্মের জন্য চরম ক্ষতিকারক। দুঃখের বিষয় হলো কিছু ধর্মীয় উগ্রবাদী ক্ষুদ্র গোষ্ঠী ভারতের চরম সাম্প্রদায়িক সংগঠন বিজেপির প্রত্যক্ষ মদদে-উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যাচেষ্টায় অমিত শাহের হাত আছে: কানাডা
ছবি: সংগৃহীত

রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, এই উগ্রবাদীতা নিয়ন্ত্রণ করুন। ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিন্দুমাত্র কোন শত্রুতা নেই। বরং আমরা একে অন্যের প্রতিবেশী এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জনসাধারণ একে অন্যের আতিথেয়তায় অভ্যস্ত।

রিজভী কলকাতা উপ-হাইকমিশন, আগরতলা সহকারি হাইকমিশনে হামলা, মুম্বাইয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে হাঙ্গামা এবং ধারাবাহিক চরম উসকানিমূলক বক্তব্য ও সীমাহীন অপপ্রচারের নিন্দা জানান।
বাংলাদেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যারাই নিরাপত্তা হীন মনে করেন তাদেরকে সরকারকে জানানোর আহবান জানান। তিনি বলেন,ভারতের দৃস্টি আকর্ষণ করে লাভ নেই। জন্মভূমির প্রতি অনুগত থাকুন। বিজেপি ভারতকে ধর্মীয় উগ্রবাদী রাস্ট্রে পরিণত করেছে। বাংলাদেশ ভারতের মতো উগ্রবাদী কোন ধর্মীয় রাষ্ট্র নয়। বাংলাদেশ ভারতকে বন্ধু রাষ্ট্র ভেবে কত কিছু দিয়েছে কিন্তু ভারত সরকার সীমান্তে রক্ত, লাশ আর আগ্রাসন ছাড়া কিছু দেয়নি।

বিএনপির এ নেতা বলেন ভারতের কেন্দ্রীয় সরকারের ভূমিকা অনেক এবং তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক।

শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি
ছবি: সংগৃহীত
দেখুন: ‘ভারতীয় মিডিয়া দেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে’ | Nagorik TV


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন