শেষ বলে দরকার ছিল ৩ রান। স্ট্রাইকে তাওহিদ হৃদয়, প্রতিপক্ষ বোলার জিমি নিশাম। সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা হৃদয় নিশামের ওয়াইড ইয়র্কারটি ব্যাটে লাগালেও রান নিতে পারলেন না। ফলে মাত্র ৩ রানের জন্য টি-টোয়েন্টি ক্যারিয়ারের অন্যতম সেরা সেঞ্চুরিটি হাতছাড়া হলো তার। ব্যক্তিগত আক্ষেপ থাকলেও হৃদয়ের অপরাজিত ৯৭ রানের ইনিংসে ভর করে রাজশাহী ওয়ারিয়র্সের সামনে ১৭৯ রানের বড় লক্ষ্য দিয়েছে রংপুর রাইডার্স।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ২১তম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে রংপুর।
ইনিংসের মাঝপথে ৭২ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল রংপুর। বিশেষ করে ইফতিখার আহমেদের মন্থর গতির ব্যাটিংয়ে (১৫ বলে ৮ রান) রানের চাকা স্থবির হয়ে পড়েছিল। সেখান থেকে দলকে টেনে তোলেন তাওহিদ হৃদয় ও খুশদিল শাহ। চতুর্থ উইকেটে এই দুজন গড়েন ১০৫ রানের বিশাল জুটি। ম্যাচের মোড় ঘুরে যায় রিপন মণ্ডলের করা ১৯তম ওভারে। ওই এক ওভারেই ৪টি ছক্কাসহ ২৮ রান তুলে নেন হৃদয় ও খুশদিল। খুশদিল ২৯ বলে ৪৪ রান করে শেষ ওভারে আউট হলেও হৃদয় ছিলেন অবিচল।
শুরু থেকেই সাবলীল ছিলেন হৃদয়। পাওয়ার প্লেতে ২০ বলে ৩৬ রান তুলেন তিনি। মাঝখানে কিছুটা সময় নিলেও শেষদিকে রীতিমতো টর্নেডো চালান রাজশাহীর বোলারদের ওপর। ৫৬ বলের ইনিংসে ৮টি চার ও ৬টি ছক্কায় ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি।
পড়ুন: বোর্ড পরিচালক নাজমুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বিসিবি
দেখুন: ‘নিপাহ ভাইরাসে এবার আক্রান্ত ১০ জনের ৭ জনই মা*রা গেছেন’ |
ইম/


