ঢাকার ধামরাইয়ে ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা ইমাম হাদীকে অপহরণ করে ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত একটি সক্রিয় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি প্রাইভেটকার, নগদ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোন, এটিএম কার্ডসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নাজমুল হুদা খান।
এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ধামরাই থানা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, গত ৪ ডিসেম্বর বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা ইমাম হাদী (৪৬) মানিকগঞ্জগামী গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতনামা চার ব্যক্তি তাকে জোরপূর্বক একটি প্রাইভেট কারে তুলে এবং পরে তাকে মারধর করে তার সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন ও এটিএম কার্ড ছিনিয়ে নেওয়া হয়। ওই এটিএম কার্ড ব্যবহার করে ছিনতাইকারী চক্রটি ব্যাংক থেকে ৩ লাখ ৫৫ হাজার টাকা উত্তোলন করে।
পরবর্তীতে রাত আনুমানিক ১টার দিকে তাকে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের সূতিপাড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন আকাশ সিএনজি পাম্পের পাশে ফেলে রেখে চলে যায়। পরে ভুক্তভোগী ইমাম হাদী ধামরাই থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন (মামলা নং-৭)। সেই মামলায় আসামীদের গ্রেপ্তার দেখানো হয়।
ওই মামলা সূত্র ধরে ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খানের নেতৃত্বে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গাজীপুর থেকে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মৃত সাহেব আলী পাগলার ছেলে সৈকত ওরফে সাগর (২৫), একই এলাকার শফিকুল ইসলাম (৩০) এবং দিনাজপুর জেলার মোল্লাপাড়া গ্রামের সায়েদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক শেখ (২৫)। তারা সবাই গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানায় পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ধামরাইসহ আশপাশের এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। বিশেষ করে চলন্ত যানবাহন ও নির্জন স্থানে পথচারীদের টার্গেট করে তারা ছিনতাই করত। তারা একটি সংঘবদ্ধ ও সক্রিয় ছিনতাই চক্রের সদস্য এবং বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, বিভিন্ন ব্র্যান্ডের ৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৪টি বাটন মোবাইল, বিভিন্ন ব্যাংকের ৫টি এটিএম কার্ড, ২টি জাতীয় পরিচয়পত্র, ২টি ল্যাপটপ এবং লুণ্ঠিত নগদ ১ লাখ ৩৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাই ও অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায় করে আসছিল। ট্রাস্ট ব্যাংকের এক কর্মকর্তাকে অপহরণ করে এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলনের ঘটনায় দায়েরকৃত মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
পড়ুন- যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে- উপদেষ্টা আদিলুর রহমান খান


