18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

অফিস-আদালত খুলছে, চলছে নতুন সূচিতে

পবিত্র ঈদুল আজহার ছু‌টি শেষে নতুন সূচিতে চলছে অফিস আদালত। লেন-দেন শুরু হয়েছে ব্যাংক, বিমা ও শেয়ারবাজারেও। যারা অফিসে ফিরেছেন সহকর্মীদের সাথে ভাগাভাগি করে নিচ্ছেন ঈদ পরবর্তী আনন্দ। তবে এখনো জমে উঠেনি অফিসপাড়া।

সারা দেশে সোমবার উদযাপিত হ‌য় পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষ্যে ১৬, ১৭ ও ১৮ জুন তিনদিন ছুটি ছিল। এর আগে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ঈদের ছুটি বেড়ে ৫ দিন হয়।

তাই টানা পাঁচদিন ঈদের ছুটি শেষে আজ অফিসপাড়ায় যোগ দিয়েছেন কর্মজীবীরা। ভাগাভাগি করে নিচ্ছেন ঈদ পরবর্তী আনন্দ।

তবে সরকারি-বেসরকারি বেশিরভাগ কর্মজীবীদের মধ্যে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন তাদের অনেকে এক-দুইদিন ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস আদালতে পুরোপুরি কার্যক্রম শুরু হতে আগামী সপ্তাহ লেগে যাবে ।

ঈদের পরে আজ থেকে নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলছে অফিস। সেই সাথে ব্যাংক বীমায় লেনদেন চলবে ১০টা থেকে ৪টা পর্যন্ত ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন