আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি আসনের মধ্যে বিএনপি চারটি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছিল। বাদ পড়া নরসিংদী-৩ (শিবপুর) আসনটি ছিল বিএনপির মহাসচিব প্রয়াত নেতা আব্দুল মান্নান ভূঁইয়ার নির্বাচনী এলাকা। এ আসনটি পুনরুদ্ধারে মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে জোর প্রচারণা চালিয়ে আসছিলেন।
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নরসিংদী-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনজুর এলাহিকে।
বুধবার (২৫ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্রিফিংয়ে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন আসনে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নরসিংদী-৩ (শিবপুর) আসনের প্রার্থীও নিশ্চিত করা হয়েছে।
এ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহি ,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হাই রিকাবদার এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান মিন্টু।
মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আকরামুল হাসান মিন্টু দলের প্রতি আস্থা রেখে ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে আসেন। তিনি বলেন, দল যাকে প্রার্থী করেছে, তার পক্ষেই তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহি বলেন, শিবপুরের মানুষের সুখ-দুঃখ ও জীবন-মরণে পাশে থেকে কাজ করে যেতে চান তিনি। আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে শিবপুরবাসী তাকে সে সুযোগ করে দেবেন, এমন প্রত্যাশাও‘ ব্যক্ত করেন তিনি।
পড়ুন: নেত্রকোনার আটপাড়ায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, আহত ২০
দেখুন: ‘বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে ৩ বিলিয়ন ঋণ সহায়তা পাওয়ার সম্ভাবনা বাংলাদেশের’ |
ইম/


