19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলকে নির্দেশ

অবৈধ বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদের খুঁজে বের করতে ভারতের রাজধানী দিল্লির মিউনিসিপ্যাল ​​করপোরেশন (এমসিডি) সব স্কুলকে নির্দেশ দিয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের ভর্তির সময় তাদের পরিচয় যথাযথভাবে শনাক্ত ও যাচাইয়ের নির্দেশনাও দেওয়া হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) এতথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।

দিল্লি মিউনিসিপ্যাল ​​করপোরেশন (এমসিডি) বৈঠক

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর জিএনসিটিডি’র (দিল্লি সরকার) প্রিন্সিপাল সেক্রেটারির (স্বরাষ্ট্র) সভাপতিত্বে একটি ভার্চুয়াল বৈঠক করে দিল্লি মিউনিসিপ্যাল ​​করপোরেশন (এমসিডি)। ওই বৈঠকে তারা অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে বিভিন্ন ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে তাদের স্কুলে স্কুলে চিহ্নিত করাসহ তাদের জন্ম সনদ প্রদান না করার কথাও বলা হয়েছে।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসক তার প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড বলছে, বাংলাদেশ থেকে আসা কোনও অবৈধ অভিবাসীকে জন্ম সনদ না দেওয়ার জন্য ভারতের জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। পরে এমসিডি-ও তাদের এ বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলে এবং তাদেরও শিক্ষার্থীদের পরিচয় সঠিকভাবে শনাক্তকরণ এবং যাচাইকরণের নির্দেশ দেওয়া হয়েছে।

দেখুন: প্রাচীন প্রাসাদে সাদামাটা জমিদার!

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন