১৪/০১/২০২৬, ৮:৪১ পূর্বাহ্ণ
15 C
Dhaka
১৪/০১/২০২৬, ৮:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অভিনয়ে প্রশংসায় ভাসছেন হৃদয় খান

কণ্ঠ দিয়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন আগেই। তবে এবার গায়ক বা সংগীত পরিচালক নয়, অভিনেতা এবং নির্মাতা হিসেবে দর্শকদের সামনে এসে তাক লাগিয়ে দিয়েছেন হৃদয় খান। তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’ মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় বইছে প্রশংসার জোয়ার। 

বিজ্ঞাপন

ইউটিউবে ‘ট্র্যাপড’ প্রকাশের পর থেকেই কমেন্ট বক্সে ভক্তরা তাদের মুগ্ধতা প্রকাশ করছেন। হৃদয়ের অভিনয় দেখে একজন লিখেছেন, ‘হৃদয় খানের কাছ থেকে চমৎকার একটি কাজ পেলাম, দারুণ লেগেছে!’ অন্য এক ভক্তের মন্তব্য, ‘ব্রো, মাইন্ড ব্লোয়িং!’। আবার অনেকের মতে হৃদয়ের এই ভিন্ন অবতার ছিল একদম সাবলীল। এক অনুরাগী লিখেছেন, ‘সাধারণ হয়েছে ব্রো। আপনার থেকে আরও একটি নতুন শর্ট ফিল্ম দেখতে চাই।’

শুধু অভিনয় নয়, পরিচালক হিসেবেও মুন্সিয়ানা দেখিয়েছেন এই শিল্পী। ৩০ মিনিটের এই থ্রিলারে নিউ ইয়র্কের অন্ধকার জগত বা আন্ডারওয়ার্ল্ডের গল্প যেভাবে ফুটে উঠেছে, তাতে মুগ্ধ সিনেমা প্রেমীরা। এর সাউন্ড ডিজাইন এবং সিনেমাটোগ্রাফির প্রশংসা করে একজন লিখেছেন, ‘সাইলেন্ট দিয়ে শুরু, ভয়েস দিয়ে স্টার্ট… জাস্ট ওয়াও! ফিল্মি ভাইব তো সেই!’ অন্য এক দর্শক মন্তব্য করেছেন, ‘ভিন্নধারার গল্প বলা, ফিল্মের ভিজ্যুয়াল ল্যাঙ্গুয়েজ এবং সাউন্ড ডিজাইন সত্যিই মুগ্ধ করেছে।’

‘ট্র্যাপড’ নামের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে উঠে এসেছে নিউইয়র্কে কীভাবে একজন হৃদয় নামের যুবক আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। সেই ফাঁদ থেকে বেরিয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত সেখান থেকে তিনি বেরোতে পারেন না। এই শর্ট ফিল্মটিতে হৃদয়ের বিপরীতে অভিনয় করেছেন দীর্ঘ বিরতি ভেঙে ফেরা জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। হৃদয় খান জানিয়েছেন, এই গল্পের অনুপ্রেরণা তিনি পেয়েছেন তার নিজের জীবনের কিছু ছায়া থেকে।

পড়ুন: অপূর্বর নামে মিথ্যা প্রচারণা, সতর্ক করে কী বললেন অভিনেতা

দেখুন: রাজ-মিমের পরকীয়ার গুঞ্জন! অগ্নিশর্মা পরী; কী বললেন মিম

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন