23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

অভিনেত্রী সীমানা চলে গেলেন না ফেরার দেশে

আজ সকাল ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ছোট ভাই এজাজ বিন আলী। হাসপাতালে ১৪ দিনের লড়াইয়ের পর মাত্র ৩৯ বছর বয়সে সীমানা চলে যান না ফেরার দেশে।

গত ২১ মে সীমানা স্ট্রোক করায় তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসকদের পরামর্শে সীমানাকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। তিনি লিভারজনিত রোগেও আক্রান্ত ছিলেন।

হাসপাতালে নিউরোলজিস্ট ও লিভার স্পেশালিষ্টের পরামর্শ অনুযায়ী তার অস্ত্রোপচার করা হয়। পরে তার জ্ঞান না ফেরায় আইসিইউতে রাখা হয়। গত বুধবার সীমানার শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে সীমানাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এবং আজ সকালে মাত্র ৩৯ বছর বয়সেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সীমানা ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায়ও অভিনয় করে প্রশংসিত হন তিনি। পরে তিনি নাটকেও অভিনয় শুরু করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন