22 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

অর্থনীতি নিয়ে চিন্তিত নয় সরকার: অর্থ উপদেষ্টা

উন্নতির ধারাবাহিকতার স্বীকৃতি আরো একবার বিশ্বমঞ্চে। যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংক ও আইএমএফের বৈঠকে আইএমএফ সামষ্টিক অর্থনীতি এবং মানব উন্নয়নে বাংলাদেশের অর্জনের প্রশংসা করেছেন উন্নয়ন সহযোগীরা। অবশ্য অর্থ উপদেষ্টা বলেছেন নব্বই পরবর্তী সব সরকারই এই কৃতিত্বের দাবিদার। সরকারের পাশে থাকবে উন্নয়ন সহযোগিরা, সেই প্রতিশ্রুতিও পুর্নব্যক্ত করেছেন বৈঠকগুলোতে।

বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনের ২য় দিনে বিশ্ব অর্থনীতির হালনাগাদ তথ্য জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশের জন্য চলতি অর্থবছরে অর্থনীতির প্রসারের প্রাক্কলন জিডিপি মিলেছে সাড়ে ৪ শতাংশ। দুর্যোগপ্রবণ ২০ দেশের অর্থমন্ত্রীদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেছেন, এই নিম্নগতি নিয়ে মোটেও চিন্তিত নয় সরকার। বরং ধাক্কা সামলে ভালো কিছুর প্রত্যাশা তার কথায়।

বিশ্বব্যাংক সদর দপ্তরে ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, ব্যাংক থেকে ঠিক কি পরিমান অর্থ লোপাট হয়েছে, শিগগিরই তার হিসাব জানা যাবে।

আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী মনে করছেন, সঠিকভাবে ব্যয় করতে পারলে উন্নয়ন সহযোগিদের কাছ থেকে যেকোন পরিমান অর্থ পাওয়া যাবে।

ব্যাংকিং খাতের সংস্কার উদ্যোগ নিয়েও আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর আলোচনা হয় বৈঠকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন