25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

অর্থ পাচার মামলা বাতিল চেয়ে হাইকোর্টে ড.ইউনূস

অর্থপাচার মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসসহ সাতজন।

আজ সোমবার (৮ জুলাই) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তারা এ আবেদন করেন। হাইকোর্টে আবেদন করেছেন- ড. মুহাম্মদ ইউনূস, নুরজাহান বেগম, মো. শাহজাহান, নাজনীন সুলতানা, হিজ্জাতুল ইসলাম, নাজমুল ইসলাম, আশরাফুল হাসান। জানা যায়, বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এর ওপর শুনানি হবে।

ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, ‘ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে তা চ্যালেঞ্জ করে এবং সম্পূর্ণ মামলাটি বাতিল চেয়ে আবেদন করেছি। আগামী মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের উপর শুনানি হতে পারে।’

এ মামলায় গত ১২ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন। আগামী ১৫ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন