প্যারিস অলিম্পিকে জমে উঠেছে পদকের লড়াই। প্রথম দিকে কোন পদক না পেলেও দ্বিতীয় দিন শেষে চার সোনা জিতে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে জাপান। তিনটি করে সোনা জিতে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। এদিকে ১৯টি সোনার জন্য আজ লড়াই করবে অ্যাথলেটরা।
অলিম্পিকে দ্বিতীয় দিন শেষে চমক দেখিয়েছে জাপান। চার সোনা সহ সাত পদক নিয়ে শীর্ষে জায়গা করে দিয়েছে এশিয়ার দেশটি। অস্ট্রেলিয়ার ঝুলিতেও আছে ৪ সোনা। তবে মোট পদকের সংখ্যায় জাপানের পেছনে থাকায় দুইয়ে স্থান তাদের।
তিনে থাকা যুক্তরাষ্ট্রের সোনা ৩টি হলেও মোট পদক সবার চেয়ে বেশি। দেশকে ১২টি পদক এনে দিয়েছেন তারা। গ্রেট ব্রিটেন দুই রৌপ্য আর দুই ব্রোঞ্জ নিয়ে ৪ পদক নিয়ে আছে এই তালিকার ঠিক পরেই।
পদক তালিকায় অবশ্য এখন পর্যন্ত নাম লিখিয়েছে আরও অনেক দেশই। ৬টি দেশ অন্তত একটি করে ব্রোঞ্জ পদক জিতে নাম উঠিয়েছে পদকের খাতায়। যেখানে আছে ভারতের নামটাও। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন ভাকের মানু।
এদিকে ১৯টি সোনার জন্য আজ লড়াই করবে অ্যাথলেটরা। জুডোতে হবে দুটি স্বর্ণের লড়াই। প্রথমে মেয়েদের ৫৭ কেজি ফাইনাল হবে রাত ৯টায়। এরপর পুরুষ ৭৩ কেজি ফাইনাল হবে রাত সাড়ে ৯টায়।
সাঁতারে হবে ৫টি সোনার লড়াই। শুরু হবে মেয়েদের ৪০০ মিটার সাঁতারের ব্যক্তিগত মেডলি দিয়ে। এটি শুরু হবে রাত সাড়ে ১২টায়। এরপর পুরুষ ২০০ মিটার ফ্রিস্টাইলে ফাইনাল হবে রাত ১২টা ৪০ মিনিটে। পুরুষ ১০০ মিটার ব্যাকস্ট্রোক রাত ১টা ১৯ মিনিটে।
এছাড়া মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক ফাইনাল হবে রাত ১টা ২৫ মিনিটে। এরপর মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইল হবে রাত ১টা ৪১ মিনিটে। ফেন্সিংয়ে থাকবে দুটি ফাইনাল। মেয়েদের স্যাবর ব্যক্তিগত ফাইনাল হবে রাত ১টা ৪৫ মিনিটে। এরপর পুরুষ ফয়েল ব্যক্তিগত ফাইনাল হবে রাত ২টা ১০ মিনিটে।