প্যারিস অলিম্পিকে পদকের তালিকায় শীর্ষস্থাণ ধরে রেখেছে জাপান। দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্বাগতিক দেশ ফ্রান্স। ছয় সোনা সহ ১২ পদক জাপানের। আর পাঁচ সোনা সহ ১৬ পদক ফ্রান্সের। এদিকে অলিম্পিক টেনিসে জোকোভিচের কাছে হেরে বিদায় নিয়েছে নাদাল। অন্যদিকে ফুটবলে ইউক্রেনের বিপক্ষে রাতে মাঠে নামবে আর্জেন্টিনা।
তৃতীয় দিন শেষে জমে উঠেছে অলিম্পিক পদকের লড়াই। দ্বিতীয় দিনে শীর্ষে থাকা জাপান তৃতীয় দিন শেষেও আছেন শীর্ষে। পদকের তালিকায় চমক দেখিয়েছেন স্বাগতিক দেশ ফ্রান্স। প্রথম দিনে শীর্ষে থাকা চীন নেমে গেছে তৃতীয় স্থানে।
সোনা জয়ে এখনো সবার শীর্ষে জাপান। সর্বোচ্চ ছয়টি সোনার পদক পেয়েছে এশিয়ার এই দেশটি। এছাড়াও দুটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ সহ মোট ১২ পদক জাপানের। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের সোনা পাঁচটি। ৮টি রৌপ্য ও তিনটি ব্রোঞ্চ সহ ১৬টি পদক স্বাগতিকদের সংগ্রহে।
প্রথম দিনে দাপট দেখানো চীনের সোনাও পাঁচটি। এছাড়াও অস্ট্রেলিয়া ও কোরিয়ার জয় পাঁচটি করে সোনা। সবচেয়ে বেশি ২০টি পদক যুক্তরাষ্ট্রের। তবে সোনা কম হওয়ায় তালিকার ছয়ে অবস্থান তাদের।
এদিকে প্যারিস অলিম্পিকের টেনিস একক থেকে জোকোভিচের কাছে হেরে বিদায় নিয়েছেন নাদাল। এই জয়ে তৃতীয় রাউন্ডে উঠে গেছেন জোকোভিচ।
অন্যদিকে অলিম্পিক ফুটবলে শেষ আট নিশ্চিতের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে রাত ৯টায় মাঠে নামবে আর্জেন্টিনা। ইউক্রেনের বিপক্ষে জয় পেলেই শীর্ষ আটের টিকিট নিশ্চিত হবে।