প্যারিস অলিম্পিকে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। ১-০ গোলের জয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে স্বাগতিকরা। আর যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো সেমিতে উঠেছে মরক্কো। অলিম্পিকে পদকের তালিকায় ১৩ সোনা নিয়ে শীর্ষে চীন, ১১ সোনা নিয়ে দুইয়ে ফ্রান্স।
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ফ্রান্স। এবার অলিম্পিকে আলবিসেলেস্তেদের পেয়ে সেই হারের প্রতিশোধ নিলো ফরাসিরা। আর্জেন্টিনাকে ১-০ গোলে বিদায় করে সেমির টিকিট কেটেছে স্বাগতিকরা।
ম্যাচ শেষে হারের হতাশায় ফরাসিদের সাথে হাতাহাতিতে জড়ান আর্জেন্টাইনরা। এতে খেলোয়াড়দের পাশাপাশি কোচ-কর্মকর্তারাও জড়িয়ে পড়েন। মাঠ ছাড়ার সময় টানেলেও দেখা যায় বিশৃঙ্খলা। পরে অবশ্য ফ্রান্সের ফুটবলাররা মাঠে ফিরে এসে দর্শকদের সঙ্গে জয় উদযাপন করেন।
অন্য ম্যাচে বড় চমক দেখিয়েছে মরক্কো। যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো সেমি ফাইনালের টিকিট কেটেছে আশরাফ হাকিমিরা। প্রথমার্ধে এক গোল দেয়ার পর দ্বিতীয়ার্ধে আরো তিন গোল দেয় মরক্কো।
অলিম্পিকে পদকের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে চীন। ১৩ সোনা সহ ৩১ পদক তাদের। দ্বিতীয় স্থানে থাকা স্বাগতিক ফ্রান্সের পদক সংখ্যা ৩৬। এরমধ্যে সোনার পদক ১১টি। তিনে থাকা অষ্ট্রেলিয়ার সোনাও ১১টি। চারে যুক্তরাষ্ট্র এবং পাঁচে ব্রিটেন। নয়টি করে সোনা এই দুই দেশের।