18 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

অস্ট্রেলিয়াকে হারিয়েই সুপার এইট শুরু করতে চায় বাংলাদেশ

বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল শুক্রবার (২১ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অ্যান্টিগায় ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৬টায়। অজিরা শক্তিশালি হলেও জয়ের জন্যই মাঠে নামবে লাল সবুজরা।

তবে এই লড়াইয়ে মানসিক ও শারীরিক দৃঢ়তার পরীক্ষা দিতে হবে শান্তদের। কিন্তু কন্ডিশন যদি গ্রুপ পর্বের মত একই হয়, তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেভারিটের তকমা নিয়েই খেলতে নামবে টাইগাররা।

মন্থর উইকেটের কারনেই ২০২১ সালে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা।

টি-টোয়েন্টিতে ১০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এরমধ্যে বাংলাদেশের জয় চারটিতে আর অজিদের জয় ছয়টিতে। তবে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাঁচবারের মোকাবেলায় সবগুলোতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নেওয়ার আগে অস্ট্রেলিয়ার রাজ্যদল নিউ সাউথ ওয়েলসের সঙ্গে ছিলেন হাথুরুসিংহে। অস্ট্রেলিয়া দলকে তাই ভালো করেই জানা হাথুরুর। আর এই সুযোগটাই নিতে চাইবে টাইগাররা।

এদিকে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আজ রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন