26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

অস্থির বাজার, আরেক দফা বাড়ল সবজি-মাছের দাম

আরও অস্থির নিত্যপণ্যের বাজার। কয়েকদিনের ব্যবধানে আরেক দফা বেড়েছে সব ধরনের সবজি ও মাছের দাম। প্রতিটি সবজি কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। দাম বৃদ্ধির জন্য বৃষ্টির দায় দিচ্ছেন ব্যবসায়ীরা। তবে কিছুটা কমতির দিকে মাংসের বাজার।

বাঙ্গালী ভোজন রসিক। ভাত,মাছ,মাংস,সবজি সাজিয়ে না খেলে যেন তৃপ্তি আসে না। কিন্তু অগ্নি মূল্যের বাজারে সেসব প্রায় স্বপ্ন হয়ে গেছে। সামান্য সবজি কিনতে দিশেহারা। যা অবস্থা তাতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে পকেটে সবজি আনার যোগাড়।

যে সবজির দিকে চোখ যাচ্ছে তার দাম’ই আকাশ ছোঁয়া। দু-একটি বাদে প্রতিটি সবজি কিনতে গুনতে হচ্ছে একশো থেকে দেড়শো টাকা। কাঁচা মরিচের দাম আরেক দফা বেড়ে বিক্রি হচ্ছে ২৮০ টাকায়।

শুধু সবজি নয়, মাছের বাজারেও নেই সুখবর। বড় সাইজের ইলিশ কিনতে গুনতে হবে আড়াই হাজার টাকা। তবে মাছ ও সবজি বাজার ছেড়ে গেলে খানিকটা স্বস্তি দেবে মাংসের বাজার। দেশী, সোনালী কিংবা পাকিস্তানী মুরগি কেজিতে কমেছে ২০ থেকে ৩০ টাকা।

গরমের পরে কয়েকদিনের বৃষ্টি কে দাম বৃদ্ধির কারন বলছেন বিক্রেতারা।

মাছ-মাংস, সবজি, যাই কিনতে যান, কোথাও স্বস্তি নিয়ে ফেরার উপায় নাই। তাই ক্রেতারা বলছেন, স্বস্তি ফেরাতে ভাঙ্গতে হবে সিন্ডিকেট।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন