15 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

অস্বাভাবিক দরপতনে শেয়ারবাজার: ইসলামি ব্যাংক নিয়ে তদন্ত

অস্বাভাবিক দরপতনে রয়েছে দেশের শেয়ারবাজার। গেল কয়েকদিন সূচক বৃদ্ধি পেলেও কমেছে বেশিরভাগ শেয়ার দর। আজ সূচকের ব্যাপক পতন হয়েছে। সেই সঙ্গে শেয়ারের দর কমার ধারাবাহিকতা ছিল আগের মতোই।

এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামি ব্যাংকের শেয়ার দর টানা বাড়ছে। বিষয়টি লক্ষ্য করে তদন্ত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসইর চীফ রেগুলেটরি অফিসার ইসলামি ব্যাংকের শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ বের করার পাশাপাশি কোন কারসাজি করা হলো কিনা সে বিষয়ে খতিয়ে দেখবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত তদন্ত রিপোর্ট কমিশনে জমা দিতে বলা হয়েছে।

জানা যায়, আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭২ শতাংশ বা ৪১.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৩৬.৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৩.২০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৫.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮ টির, কমেছে ৩৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭.০৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ৫৫৯ টি শেয়ার ২ লাখ ১ হাজার ২৪৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৯৬ কোটি ৯৩ লাখ ০৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৪ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৭.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ৫ হাজার ৭৭৭.৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৮৮.১৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৯.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯৩ টির, কমে ২৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৩.৫৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ১৯ লাখ ২৫ হাজার ৭২৯ টি শেয়ার ১ লাখ ৯৩ হাজার ৬২৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭১৮ কোটি ৬৩ লাখ ১ হাজার টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৮ কোটি ৩০ লাখ ৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১৮ শতাংশ বা ১৯২.২২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ৯৮৩.৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯ টির, কমেছে ১৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ১৯ লাখ ৫৩ হাজার ১৬৩ টাকা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন