22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
বিজ্ঞাপন

অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর ৮ম বার্ষিক সাধারণ সভা গতকাল (বুধবার) বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়। অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার পরে ভোটের মাধ্যমে ১৫ জন সদস্যের পরিচালক কমিটি নির্বাচিত হয়েছেন। তারা হলেন অঞ্জন চৌধুরী (মাছ্রাঙা), আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী (এনটিভি), মোস্তফা কামাল (একাত্তর টিভি), ইকবাল সোবহান চৌধুরী (ডিবিসি নিউজ), আব্দুল হক (বাংলা ভিশন), আরিফ হাসান (দেশ টিভি), জহিরুদ্দিন মাহমুদ মামুন (চ্যানেল আই), মোঃ জসিম উদ্দিন (আরটিভি), মোঃ লিয়াকত আলী খান মুকুল (এশিয়ান টিভি), টিপু আলম মিলন (বৈশাখী টিভি), কাজী জাহেদুল হাসান (দীপ্ত টিভি), আব্দুস সালাম (ইটিভি), নাভিদুল হক (নাগরিক টিভি), মোঃ হাসান (সময় টিভি) ও সাফওয়ান সোবহান (টি-স্পোর্টস)।

পরবর্তীতে ভোটের মাধ্যমে পরিচালক কমিটির সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনাব ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব পদে জনাব আরিফ হাসান এবং কোষাধ্যক্ষ পদে জনাব জহিরুদ্দিন মাহমুদ মামুন।

সভাপতি পদে দু’জন প্রার্থীর সমান সংখ্যক ভোট পাওয়ার কারনে নির্বাচন কমিশনার নতুন তারিখ ঘোষনার মাধ্যমে শুধুমাত্র সভাপতি পদের জন্য নির্বাচনের আয়োজন করবেন। এমতাবস্থায়, পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান সভাপতি জনাব অঞ্জন চৌধুরী দায়িত্বে বহাল থাকবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন