১৪/০১/২০২৬, ১৬:২২ অপরাহ্ণ
25 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৬:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির নেতৃবৃন্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির নেতারা।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কশিনার (ভূমি) দেবাশীষ অধিকারীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে বিএনপির উপজেলা ও পৌর শাখার নেতা–কর্মীরা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল বারি মোল্লা, সহসভাপতি খলিলুর রহমান, জেলা বিএনপির সহসভাপতি নজরুল জোয়ার্দ্দার, রাকিবুল ইসলাম দিপু, উপজেলা বিএনপির যুগ্নসাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশীষ অধিকারী জানান, মঙ্গলবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এসময় ভোটার সিডির চালান কপিও তারা গ্রহণ করেছেন।

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনটি একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭০ জন; যার মধ্যে পুরুষ ১ লাখ ৬২ হাজার ৯৯৫ জন ও নারী ১ লাখ ৬২ হাজার ২৭৫ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি ও গণঅধিকার পরিষদ এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন দলটির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক ও বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে বিএনপির ধানের শীষের প্রার্থী ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তবর্তীকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি দায়িত্ব পান। শৈলকুপা উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ ১৪টি ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের পদধারী নেতাকর্মীরা ৫ আগস্টের পর থেকেই তার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসছে। সম্প্রতি তিনি উপজেলা বিএনপির আয়োজনে একটি দোয়া মাহফিলে বিএনপির ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যেই তিনি বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত পেয়ে অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে দিয়ে ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিবেন বলে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন। এরপর থেকেই খবর চাউর হয়েছে যে তিনি ধানের শীষের মনোনয়ন পাচ্ছেন।

উল্লেখ্য, ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে অধ্যক্ষ মো. কামরুজ্জামান (আওয়ামী লীগ), ১৯৯১ সালে আব্দুল ওহাব (বিএনপি), ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে আব্দুল ওহাব (বিএনপি), ১৯৯৬ সালের ২ জুনের নির্বাচনে আব্দুল ওহাব (বিএনপি) নির্বাচিত হন। এরপর ২০০১ সাল থেকে আসনটি আওয়ামী লীগের দখলে ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে উপজেলা জামায়াতের আমীর এএসএম মতিউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জেলার উপদেষ্টা পরিষদের সদস্য নুর আলম বিশ্বাস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে শৈলকুপা শাখার প্রধান সমন্বয়ক অ্যাড. লাবাবুল বাশার, আমার বাংলাদেশ পার্টি থেকে জেলা আহবায়ক অ্যাড. মতিয়ার রহমান এবং বিপ্লবী কমিউনিস্ট লীগ সাহিদুল এনাম পল্লবকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আসনটিতে কে পাবে বিএনপির দলীয় মনোনয়ন; এই খবর পেতে অপেক্ষায় ভোটার থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীরা।

পড়ুন- ফতুল্লায় ৩৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

দেখুন- নতুন জার্সিতে অনুশীলনে নোয়াখালী এক্সপ্রেস 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন