19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

আইফোন ১৬ লঞ্চ হচ্ছে রাতে

মোবাইল প্রেমীদের জন্য রয়েছে সুখবর। আজ রাতেই বাজারে আসার কথা আইফোন ১৬ সিরিজ (iPhone 16 Series)। এই খবর পেয়ে দারুণ উচ্ছ্বসিত বিশ্বের টেক প্রেমীরা।

রাত ১১ টায় ক্যালিফোর্নিয়ার অ্যাপল কুপারটিনো পার্কে আয়োজিত ‘ইটস গ্লোটাইম’ ইভেন্টের মাধ্যমে এ সুখবরটি জানাবে প্রতিষ্ঠানটি।  আইফোন ১৬ সিরিজের এই লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপল টিভি অ্যাপ থেকে। এছাড়া এই ইভেন্ট অ্যাপলের ইউটিউব চ্যানেল থেকেও সম্প্রচার করা হবে।

আইফোনের এই সিরিজে মোট ৪টি মডেল থাকবে; আইফোন ১৬ (iPhone 16), আইফোন ১৬ প্লাস (iPhone 16 Plus), আইফোন ১৬ প্রো  (iPhone 16) আর আইফোন ১৬ প্রো ম্যাক্স (iPhone 16 Pro Max)।

এবার আইফোন ১৬ ও ১৬ প্লাসে থাকবে বায়োনিক এ ১৮ চিপ আর ১৬ প্রো, ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ ১৮ প্রো চিপ। এছাড়াও চারটি মডেলেই থাকবে অ্যাপেল এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ব্যাটারির ক্ষমতাও সামান্য বাড়ছে। সঙ্গে প্রো মডেল দু’টিতে ৪০ ওয়াটের চার্জিং সাপোর্ট, ২০ ওয়াটের ম্যাগসেফ চার্জিং ও থাকছে এবার।

নন প্রো মডেলে থাকছে যথাক্রমে ২৭ ওয়াট আর ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট। তবে সবচেয়ে বড় চমক হল এই নতুন সিরিজের চারটি মডেলেই থাকছে ‘ক্যাপচার’ বোতাম। অর্থাৎ ফোনের লক না খুলেও, শুধু এই বোতাম টিপেই খুব সহজে ক্যামেরা খুলে ছবি তোলা যাবে।

বাংলাদেশের বাজারে কবে থেকে আইফোন সিক্সটিন-এর এই নতুন মডেলগুলো পাওয়া যাবে সে সম্পর্কে সুস্পষ্ট কন তথ্য অবশ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন