25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বাংলাদেশকে ধবলধোলাই করে আইরিশদের প্রতিশোধ

সিরিজ নিজেদের করে নিয়েছিল আইরিশরা । বাংলাদেশের জন্য আজ সোমবার ৩য় ও শেষ ম্যাচটি ছিল হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। সেই মিশনে সফল হতে পারল না নিগার সুলতানা জ্যোতির দল। সিলেটের মাঠে শেষ টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে আইরিশ মেয়েরা।

আজ সকালে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান অধিনায়ক গ্যাবি লুইস। কিন্তু টাইগ্রেসরা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলে মাত্র ১২৩ রান। জবাব দিতে নেমে শেষ ওভারে এসে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা রাখে।

এর আগে ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল আয়ারল্যান্ড। টি-টোয়েন্টিতে এসে সেই প্রতিশোধ নিল সফরকারী দলের মেয়েরা।

২০২৪ সালে টি-টোয়েন্টিতে নিজেদের মাঠে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশের যন্ত্রণায় ডুবল বাংলাদেশের মেয়েরা। তারও আগে ভারতের বিপক্ষে ০-৫ ও অস্ট্রেলিয়ার কাছে ০-৩  ব্যবধানে হোয়াইটওয়াশ হয় নিগার সুলতানা জ্যোতির দল।

দেখুন: আইরিশ টিন হুইসেল বাজান বাংলাদেশের অরণি 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন