শেয়ারবাজারে গতি ফেরাতে ৩ হাজার কোটি টাকা অর্থ বরাদ্দের অনুমোদন পেয়েছে আইসিবি। আর সে খবরেই পতন থেকে বের হয়েছে শেয়ারবাজার। তবে গতিশীলতা ধরে রাখতে শুধু আইসিবি নির্ভরতা নয়, এগিয়ে আসতে হবে সকলকে-এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
এক প্রকার অস্থিরতার মধ্যে খানিক বৃষ্টি হয়ে নামলো আইসিবির অর্থ বরাদ্দের অনুমোদন। বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক সাড়া পাওয়ার পরই ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। বুধবার সব ধরণের সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেন ও মূলধন।
তবে আইসিবির অর্থ ব্যবহারে থাকবে গাইডলাইন। শেয়ারবাজারে বিনিয়োগের পাশাপাশি ব্যয় হবে সুদ পরিশোধে।
এদিকে আইসিবির পাশে থেকে শেয়ারবাজারে গতি ফেরাতে সকলকে আহবান জানিয়েছেন আইসিবি চেয়ারম্যান অধ্যাপক ড.আবু আহমেদ।
তিনি নাগরিককে জানান, বাংলাদেশ ব্যাংক আইসিবিকে অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে। এতোদিন আইসিবির দিকে তাকিয়ে সাইডলাইনে বসে ছিলো। তারা ফিরতে শুরু করেছে। সবাই যদি একযোগে কাজ করে তাহলে শেয়ারবাজারে স্থিতিশীলতা বজায় থাকবে বলে জানান তিনি।
এদিকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে ঋণ সহায়তার অনুমোদনের খবরে সূচকে ঊর্ধ্বগতি দেখা গেছে। আগের কার্যদিবসের তুলনায় প্রধান সূচক বেড়েছে ৫৪ পয়েন্ট। ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৪ দশমিক ৮০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে।
ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৮ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ১১৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৩ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১৯১৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৫১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ৭৭ লাখ টাকা।
বুধবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩২৯টি কোম্পানির, বিপরীতে ৩৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
এক প্রকার অস্থিরতার মধ্যে খানিক বৃষ্টি হয়ে নামলো আইসিবির অর্থ বরাদ্দের অনুমোদন। বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক সাড়া পাওয়ার পরই ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। বুধবার সব ধরণের সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেন ও মূলধন।
তবে আইসিবির অর্থ ব্যবহারে থাকবে গাইডলাইন। শেয়ারবাজারে বিনিয়োগের পাশাপাশি ব্যয় হবে সুদ পরিশোধে।
এদিকে আইসিবির পাশে থেকে শেয়ারবাজারে গতি ফেরানোর আহবান জানিয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান আবু আহমেদ ।
আইসিবির দিকে এতোদিন তাকিয়ে সাইডলাইনে বসে থাকলেও বুধবারের আচরণে দেখা গেছে বড় বিনিয়োগকারীদের সক্রিয়তা। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি ডে-ট্রেডারের আক্রমনাত্মক আচরণ কিছুটা কমিয়ে লেনদেন করে তাহলেই দীর্ঘমেয়াদে শেয়ারবাজারে স্থিতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
টিএ/