১৪/০১/২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আওয়ামীলীগ একটি মরা লাশ: ভিপি নুরুল হক নুর

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন, শুধুমাত্র শরীয়তপুর আর নড়িয়া নয়, যে পরিবর্তনের জন্য সারা বাংলাদেশে ছুটে বেড়াচ্ছি, সেটার বাস্তবায়নের জন্য আমাদের নিরন্তর পথচলা থাকবে। আজকে আওয়ামী লীগের প্রতি যেই কর্মকান্ডের কারণে যেই চাঁদাবাজী, রাহাজানি, মানুষের ওপর নির্যাতন, নিপিড়নের কারণে আওয়ামী লীগের যে নির্মম, নিষ্ঠুন পতন হয়েছে। সেই একই কাজ, যেন আমাদের মধ্যে খুঁজে না পায়। আওয়ামী লীগের পতন হয়েছে, এই এলাকারও বড় নেতা ছিল, তারা লন্ডনে-দিল্লিতে পালিয়ে গেছে। তারা সেখানে মৌজ মাস্তিতে করতেছে। আর যারা কর্মী ছিলো, তারা চরে চরে পালিয়ে পালিয়ে বেড়ায়। আওয়ামী লীগ এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি পরিত্যক্ত রাজনৈতিক পরিণত হয়েছে। আওয়ামীলীগ একটি মরা লাশ, এই লাশ নিয়ে কেউ বেশি টানাটানি করবেন না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে শরীয়তপুরের সখিপুর থানার উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান বাজার ঈদগাঁহ মাঠে স্থানীয় গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের
ভাইরা আন্দোলনে নির্যাতিত হয়েছে। আসুন আমরা সুযোগ এসেছে, আগামীতে রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। আমরা গনঅধিকার পরিষদ তরুন যুব নেতৃত্বে মাধ্যে আগামী বাংলাদেশ নির্মানের জন্য কাজ করছে। আর আমাদের এখন একটি কাজ তা হচ্ছে আওয়ামী লীগ নামের লাশটি পচে যেন গন্ধ না ছড়ায় তার জন্য দ্রুত আওয়ামী লীগকে দাফন করা। আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না। তবে যে আওয়ামী লীগ মানুষের ক্ষতি করে নাই তাদের ওপর নির্যাতন করা যাবে না।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। বিশেষ অতিথি ছিলেন, গণ অধিকারের
সাংগঠনিক সম্পাদক এ্যাড,ফিরোজ আহম্মেদ মুন্সী৷ বক্তব্য রাখেন, জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব ডা. শাহজালাল সাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান সম্রাট মাঝি।

পড়ুন: আওয়ামীলীগ নেতার চাঁদা আদায় আড়ালকরতে বিএনপির নেতার নামে মিথ্যাচার

দেখুন: আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কেন চান না ফখরুল?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন