শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের ডাকা কর্মসূচী প্রতিহত করতে ভোলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।
আজ রবিবার (১০ নভেম্বর) দুপুরে ভোলা- ইলিশা মহাসড়কের ইলিশ ফোয়ারা চত্বরে সকাল থেকে অবস্থান নেয় বৈষম্যবিরোধী আন্দোলনের ভোলা জেলার সমন্বয়ক, সাধারন শিক্ষার্থী ও ইসলামী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা।
পরে সকলের সমন্বয়ে ইলিশ ফোয়ারা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে কালীনাথ রায়ের বাজার এসে শেষ হয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলে অংশ নিতে আসা শিক্ষার্থীদের মধ্য থেকে অনেকেই বক্তব্য দেন। এ সময় বক্তারা আওয়ামী লীগ সরকার কে হুশিয়ার দিয়ে তাদের কঠোর সমালোচনা করেন।
টিএ/