১৪/০১/২০২৬, ১৫:৫৭ অপরাহ্ণ
25 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৫:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সবজির বাজারে আগুন, কাঁচা মরিচের কেজি ৩০০ থেকে ৩৮০ টাকা

রাজধানীর বাজারে ফের চড়া কাঁচা মরিচের দাম। কয়েকদিন আগেও যেটি ছিল ৮০ থেকে ১২০ টাকা, এখন সেটিই মানভেদে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০০ থেকে ৩৮০ টাকায়। টানা বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় এই অস্বাভাবিক দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

বিজ্ঞাপন

বর্ষা মৌসুমে সরবরাহে ঘাটতি দেখিয়ে পণ্যের দামে আগুন লেগেছে কাঁচাবাজারে। বিশেষ করে মরিচসহ কিছু সবজির দাম লাগামছাড়া হয়ে উঠেছে। বিক্রেতারা বলছেন-তাদেরও কিছু করার নেই।

টমেটো, করলা, পেঁপে, বেগুনসহ প্রায় সবজিতেই আগুন। কেজি প্রতি বেড়েছে ২০-৩০ টাকা । ৫০ টাকার মূল্যের সবজি ১-২ দিনের ব্যবধানে পর করতে যাচ্ছে শতকের ঘর।

বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে সবজির আবাদ যেমন ব্যাহত হয়েছে, তেমনি সরবরাহ কম। তাই পাইকারী দামও চড়া। আর এই ঘাটতির সুযোগে চড়া দামে বিক্রি হচ্ছে প্রতিটি পণ্য।

ক্রেতারা বলছেন, বাজার ব্যবস্থায় নজরদারি না থাকায় মাঝখান থেকে লাভ করছে কিছু মধ্যস্বত্বভোগী।

সাধারণ মানুষ বলছেন, দাম নিয়ন্ত্রণে রাখতে হলে সরবরাহ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি বাজার তদারকি বাড়াতে হবে।

সাধারণ মানুষ বলছেন-দাম নিয়ন্ত্রণে রাখতে হলে সরবরাহ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি বাজার তদারকি বাড়াতে হবে।

পড়ুন: রাজধানীতে বেড়েছে সবজির দাম

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন