ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কোব্বাত হোসেন (৫৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার ১১ দিন পর শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শনিবার (২৬ জুলাই) দুপুরে দেবগ্রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং এলাকাবাসী অংশ নেন। বক্তব্যে কোব্বাত হোসেনকে একজন সদালাপী, বিনয়ী ও সমাজসেবী মানুষ হিসেবে স্মরণ করেন বক্তারা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই নিজ বাড়ির নিকটবর্তী সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কোব্বাত হোসেনকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় তার মাথায় অস্ত্রোপচারও করা হয়েছিল।
এদিকে, আখাউড়ায় দিন দিন ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচলে সড়ক দুর্ঘটনা বেড়ে চলেছে। এতে প্রায় প্রতিদিনই কেউ না কেউ আহত বা নিহত হচ্ছে। সচেতন মহল এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

