১৪/০১/২০২৬, ৩:২২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ৩:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের উৎসব কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির নেতা কবীর আহমেদ ভূঁইয়া।

পরে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আকতার হোসেন খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক নুর আহমেদ ভূঁইয়া জাবেদ, সাধারণ সম্পাদক হুমায়ুন রহমান নয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি প্রমুখ।

আলোচনা সভায় কবীর আহমেদ ভূঁইয়া বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্রের অন্যতম কাণ্ডারি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। দেশের মানুষও তাঁকে ভালোবাসত, যার বহিঃপ্রকাশ আমরা তাঁর জানাজায় দেখেছি।

তিনি আরও বলেন, ‘আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করছি—যাতে তিনি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেন।’

এ সময় কবীর আহমেদ ভূঁইয়া সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় চট্টগ্রামগামী ট্রেন থেকে ভারতীয় শাড়ি ও কম্বল জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন