ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্র ঐক্য পরিষদের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে আখাউড়া স্থলবন্দর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আতিকুল ইসলাম।
আখাউড়া উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্য ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুস ছাত্তার, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম ফাহিম, আখাউড়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হেলাল মিয়া এবং সদস্য সচিব সাফায়েত হোসেন রাজ প্রমুখ।
বক্তারা রাজনৈতিক সচেতনতা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
বিজ্ঞাপন
পড়ুন : আখাউড়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতা-কর্মী গ্রেফতার


