‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন’—এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি.এম. রাশেদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফয়সল উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আখাউড়া থানার সাব-ইন্সপেক্টর মো. জয়নাল, আখাউড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. রোবায়েদ, আসিফ নেওয়াজ, আমান উল্লাহ সামির, ফারহান সাকিব, তাহসিন তৌহা, সাইফুল ইসলাম অন্তর, সৈকত চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের নিয়ে সমাজ পরিবর্তনের শপথ বাক্য পাঠ করানো হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

