ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত সীমান্তবর্তী সেনারবাদী গ্রামে যৌথ অভিযানে তিন আপন ভাই-বোনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে প্রশাসন। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক, ৩২টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ ও নগদ টাকা।
মঙ্গলবার (২৫ জুন) বিকেল সাড়ে চারটার দিকে মোগড়া ইউনিয়নের সেনারবাদী গ্রামের একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃতরা হলেন ওই এলাকার জাহের মিয়ার ছেলে মোর্শেদ মিয়া, ইদন মিয়া, মেয়ে আইমন আক্তার এবং বাড়ির ভাড়াটিয়া ফারুক মিয়ার ছেলে জনি মিয়া ও কালু মিয়ার স্ত্রী স্বপ্না বেগম। অভিযানের সময় কালু মিয়া পালিয়ে যান বলে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন জানান, অভিযানে সাড়ে তিন হাজার ইয়াবা ট্যাবলেট, ৬০০ পিস ট্যাপেনডল, ৩২টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ এবং মাদক বিক্রির ২১ হাজার টাকা জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি পালিয়ে যাওয়া কালু মিয়াকেও এসব মামলায় আসামি করা হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন : আখাউড়ায় পৌর টোল বন্ধ করতে আওয়ামী লীগের লোকজন ইন্ধন দিচ্ছে


