ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকালে পুলিশের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার (৮ আগস্ট) গভীর রাতে আখাউড়া পৌরসভার রেলওয়ে পূর্ব কলোনী এলাকায় অভিযান চালিয়ে ১৫৪ লিটার চোলাই মদসহ তাদের আটক করা হয়।
অভিযানে অংশ নেয় আখাউড়া সেনা ক্যাম্পের একটি দল এবং আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মমিন হোসেনের নেতৃত্বাধীন পুলিশ ফোর্স।
অভিযান সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রেলওয়ে পূর্ব কলোনীর (সুইপার কলোনী) প্রবেশমুখে রাস্তার পাশ থেকে ১৫৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: পৌরশহরের বড়বাজার এলাকার মোঃ ইব্রাহীম (৩০),রেলওয়ে পূর্ব কলোনী
রাজন হরিজন (৬৫), একই কলোনির সাগর হরিজন (৪০) ও সীমান্ত হরিজন (১৯)।
অভিযানে জব্দ করা চোলাই মদের পরিমাণ ছিল ১৫৪ লিটার, যা তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, সম্প্রতি আখাউড়ায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী। স্থানীয়দের সহযোগিতায় প্রশাসন মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।
পড়ুন: আখাউড়া মোগড়া উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
এস/


