16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

আখাউড়ায় ৫ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে আম গাছের চারা বিতরণ

আখাউড়ায় ৫ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে আম গাছের চারা বিতর
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্যে উন্নত জাতের আম গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের ১৯ টি বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়া হয়। এছাড়াও উপজেলারদক্ষিণ ইউনিয়েনের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে চারা বিতরণ করা হয়।গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
ধরখার ইউনিয়নের গোলখার গ্রামের সমাজসেবক খন্দকার মাসুদুল আমিন লিটনের অর্থায়নে এসব চারা বিতরণ করা হয়।
গোলখার ও রানীখার উচ্চ বিদ্যালয়ে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল মোমেন ভূঁইয়া, বিদ্যালয়েল প্রধান শিক্ষক আব্দুর রউফ ভূঁইয়া, আভিভাবক সদস্য মো. হামদু মিয়া, শিক্ষক মো. মাসুদ ভূঁইয়া, মো. ওয়াকিল হোসেন ভূঁইয়া, সহকারি শিক্ষক মেরিনা আক্তার প্রমুখ।
প্রধান শিক্ষক আব্দুর রউফ ভূঁইয়া বলেন, এসব গাছ পরিবেশ রক্ষার্থে ভূমিকা রাখবে। পাশাপাশি ফলজ চাহিদা পূরণ করতে সক্ষম হবে। গাছগুলির পরিচর্চা করার জন্য শিক্ষার্থীদেরকে তিনি পরামর্শ দেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন