ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশসহ মো. ইয়াছিন মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) গভীর রাতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ৩ নম্বর প্লাটফর্ম থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার আদালতে পাঠানো হয়।
আটক ইয়াছিন কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে তার কাছ থেকে রেলওয়ের মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৫১টি সিগন্যাল জাম্পার, ২টি সিগন্যাল বক্স কভার, ২টি সিগন্যাল কানেক্টিং ক্যাবল, ৩টি ক্যাবল খণ্ড এবং তিনটি ২০ ফুট লম্বা ক্যাবল। এসব মালামালের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
ওসি আরও জানান, রেলের গুরুত্বপূর্ণ এসব মালামাল চুরি হয়ে গেলে সিগন্যালিং ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।
পড়ুন: সুবর্ণচরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন
দেখুন: পদ্মা সেতু থেকে বছরে টোল আসবে ১৬০৪ কোটি
ইম/


