ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হোসেন (৪০) ও তার সহযোগী গোলাম রাব্বি (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কোড্ডা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার কামরুল পৌর এলাকার তারাগণ গ্রামের দানু মিয়ার ছেলে এবং রাব্বি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার এসআই সুমন কান্তি দের নেতৃত্বে একদল পুলিশ শহরের বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে একটি প্রাইভেটকার (রেজি. নং—চট্ট মেট্রো-গ-১১-৩৬৩৭) থামিয়ে তল্লাশি চালানো হলে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা কামরুল ও রাব্বিকে আটক করা হয়। উদ্ধার করা গাঁজা ও প্রাইভেটকারটি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, “মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
পড়ুন- দিনাজপুরে ২১তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত
দেখুন- বিএমএতে অনুষ্ঠিত হলো শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ |


