ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সাড়াশি অভিযানে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের রোববার (০৪ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
এর আগে শনিবার (৩ আগস্ট) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে থানা পুলিশ।
অভিযানে অংশ নেন এসআই মো. মমিন হোসেন, এসআই আশিষ সূত্রধর, এএসআই মো. আলতাব হোসেন, এএসআই মো. আনোয়ারুল ইসলাম, এএসআই মো. ইকবাল হোসেন ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত আসামিদের নাম ও পরিচয়:
রিপন মিয়া, পিতা- বাবুল মিয়া, গ্রাম – চন্দনসার, ৩ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত (মামলা নম্বর: জিআর-৫২০/২০)
মো. রুবেল মিয়া, পিতা- ছিদ্দিক মিয়া, গ্রাম – রাধানগর, ২ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত (মামলা নম্বর: জিআর-০৭/২৩)
শাওন মিয়া, পিতা- সাহাব উদ্দিন, গ্রাম – দেবগ্রাম, ৩ বছর সাজাপ্রাপ্ত (জিআর-৫২০/২০)
কাউছার মিয়া, পিতা- মোজাল মিয়া, গ্রাম – দেবগ্রাম, ৩ বছর সাজাপ্রাপ্ত (জিআর-৫২০/২০)
ফোরকান মিয়া, পিতা- জহির মিয়া, গ্রাম- টানমান্দাইল, ৩ বছর সাজাপ্রাপ্ত (জিআর-৮২/২২)
জালাল উদ্দিন সুমন, পিতা- আ. আলীম, গ্রাম – রাধানগর (কলেজপাড়া), গ্রেফতারি পরোয়ানাভুক্ত (জিআর-৪৫/২১)
আ. হাসিম, পিতা- মৃত কালু, গ্রাম – ধর্মনগর, গ্রেফতারি পরোয়ানাভুক্ত (সিআর-১৯৫/২৫)।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন বলেন, নিয়মিত অভিযান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব আসামিদের পৃথক পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি। তিনি আরও বলেন “সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”
পড়ুন: দেশের প্রথম রেলস্টেশন কক্সবাজারে বসলো স্ক্যানার মেশিন
দেখুন: সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ইম/


