ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি পরিত্যক্ত মাদ্রাসা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে আখাউড়া পৌরসভার কুমারপাড়া এলাকায় সিলেট রেললাইনের পাশে টিনসেট ঘরে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, মরদেহের কানের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
পড়ুন: সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে অন্যতম আসামি স্বাধীন : র্যাব
দেখুন: সাগরে লঘুচাপ: কাল রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
ইম/


