ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৫৫ বোতল স্কাফ সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (০৯ আগস্ট) দুপুরে থানা পুলিশের দেয়া এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।
পুলিশ জানায়, এসআই মো. জহিরুল হকের নেতৃত্বে এএসআই মো. মাইন উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার দুপুরে ১২টা দিকে উপজেলার নুরপুর গ্রামে অভিযান পরিচালনা করেন । এ সময় পশ্চিমপাড়ার খালপাড়ের পাকা রাস্তার ওপর থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় মো. হানিফ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে।
হানিফ মিয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের মৃত মুকবুল মিয়ার ছেলে। তার কাছ থেকে ৫৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।
পড়ুন: সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি ৮ জন সম্পৃক্ত : জিএমপি কমিশনার
দেখুন: আজ রাতে প্রবল, কাল অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে ‘মোখা’
ইম/


