ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫” উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে উপজেলার মোগড়া ইউনিয়নের ছয়ঘড়িয়া আলহাজ্ব শাহআলম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৬০ বিজিবির আখাউড়া কোম্পানি কমান্ডার নূরুল আমীন।
সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন মিশু, আখাউড়া স্থলবন্দর বিজিবি ক্যাম্প কমান্ডার মো. আনোয়ার হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা বেগম এবং মোগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নান্নু মিয়া।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এনএ/


