ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পৌনে পাঁচ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে ৬০ বিজিবি ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে, সিগারেট, জিরা ও বিভিন্ন ধরনের ওষুধ। এসব পণ্য অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আনা হচ্ছিল বলে জানান তিনি।
তিনি আরও জানান, জব্দকৃত পণ্যসমূহ আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন: যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল
দেখুন: জাতীয় ঐক্যমত কমিশন কোন পদ্ধতিতে এই দলগুলোকে নির্বাচন
ইম/


