ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন থেকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া যাবে। আখাউড়া পৌরসভার উদ্যোগে ও অর্থায়নে হাসপাতালটিতে ৫০টি ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে আখাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক অতীশ দর্শী চাকমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. হিমেল খান-এর হাতে ভ্যাকসিনগুলো আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
পৌর প্রশাসক অতীশ দর্শী চাকমা বলেন, “মানুষ যাতে দ্রুত জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় সেবা পায়, সেজন্য পৌরসভার পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়েছে।”
ইতোমধ্যে জলাতঙ্ক ভ্যাকসিন নেওয়ার প্রয়োজনীয়তা জানাতে পৌর এলাকায় মাইকিং করা হয়েছে বলে জানা গেছে।
পড়ুন: সিলেটের রেলপথে অবস্থান নিয়েছেন অবরোধকারীরা, যাত্রীদের ভোগান্তি
দেখুন: পশ্চিমা বিশ্বের দেশে দেশে হ্যালোইন উৎসব পালন
ইম/


