ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সাইফুল ইসলাম (৪৫)। তিনি আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের উত্তর মনিয়ন্দ গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে মনিয়ন্দ ইউনিয়নের আইড়ল গ্রামে গাছ কাটার কাজ করছিলেন সাইফুল ইসলাম। এ সময় গাছের একটি কাঁচা ডাল অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে সংযুক্ত হয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে নিচে পড়ে যান।
পরে তার সঙ্গে থাকা সহকারী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর আনুমানিক ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ঘটনার পর নিহতের মরদেহ তার নিজ বাড়িতে রাখা হয়েছে। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করছে।
পড়ুন- ধামরাইয়ে শ্বাসরোধে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার


