ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জনশন এলাকায় ছিনতাইয়ের সময় রাকিবুল ইসলাম রাকিক (২০) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার দুপুরে আখাউড়া রেলওয়ে জংশনের উত্তর আউটার ক্রসিং এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাইয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি ছুরি ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাকিব একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন মেইল ও আন্তঃনগর ট্রেনে চলাচলকারী যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন।”
গ্রেপ্তার রাকিবুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইন গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানা ছাড়াও বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে।
পড়ুন: স্ত্রীর লাশ ১১ টুকরো করা সুমন র্যাবের খাঁচায়
দেখুন: সারা দেশে জাতীয় ভোটার দিবস পালিত
ইম/


