ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর আটক হওয়া এক বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ফেরত আসা যুবকের নাম শাকিল আহমেদ (২৪)। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা।
সোমবার দুপুরে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর সীমান্ত এলাকায় দুই দেশের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে তাঁকে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোরে শাকিল আহমেদ হীরাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের লঙ্কামোড়া এলাকায় দায়িত্বরত বিএসএফের একটি টহল দল তাঁকে আটক করে। পরে বিষয়টি লঙ্কামোড়া বিএসএফ ক্যাম্প থেকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) আওতাধীন ফকিরমোড়া বিজিবি ক্যাম্পকে জানানো হয়।
এরপর দুপুরে হীরাপুর সীমান্তের শূন্যরেখায় লঙ্কামোড়া বিএসএফ ও ফকিরমোড়া বিজিবির সদস্যদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ শাকিল আহমেদকে বিজিবির কাছে হস্তান্তর করে।
বিজিবি সূত্র জানায়, প্রাথমিক যাচাই-বাছাই শেষে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে তাঁকে আখাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম নাগরিক টেলিভিশনকে বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক শাকিল আহমেদকে বিজিবি থানায় হস্তান্তর করে। পরে সাধারণ ডায়েরি মূলে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
পড়ুন: নাজিরপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ মাছ হত্যার অভিযোগ
দেখুন:ভ্যাট আইন প্রবর্তন ব্যবসাকে অনেক সহজ করেছে
ইম/


