ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার আখাউড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার (১২ জুলাই) বিকেলে আখাউড়া পৌরসভার কলেজপাড়ায় দলীয় কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি বলেন, “কসবায় গ্যাস আছে, কিন্তু কসবা-আখাউড়ার মানুষ এখনো গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। জামায়াত নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হবে।”
তিনি অভিযোগ করেন, ভারতের চক্রান্তে কসবার তারাপুর গ্যাসফিল্ডের খনন কাজ বন্ধ রয়েছে। অবিলম্বে এ গ্যাসকূপ খননের দাবি জানান তিনি।
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা, টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং কসবা-আখাউড়াকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত জনপদে রূপান্তরের প্রতিশ্রুতি দেন তিনি।
আখাউড়া উপজেলা জামায়াতের আমির মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের প্রচার ও যুব সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. আবুল বাশার, কসবা উপজেলা আমির মো. শিবলী নুমানী, আখাউড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন, ও উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আসিফ প্রমুখ।
পড়ুন: স্ত্রীর লাশ ১১ টুকরো করা সুমন র্যাবের খাঁচায়
দেখুন: ‘একটি স্থায়ী জাতীয় সাংবিধানিক কমিটি থাকা অত্যন্ত জরুরী’
ইম/


