১৫/০১/২০২৬, ১:২৬ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ১:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতা-কর্মী গ্রেফতার

আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন: মো. দেলোয়ার হোসেন (৫৫), শফিকুল ইসলাম শফিক (৫৪) ও মফিজুর রহমান ওরফে শিশু (৬৫)।
এদের মধ্যে মফিজুর রহমান শিশু মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, দেলোয়ার হোসেন আখাউড়া উপজেলা যুবলীগের সদস্য এবং শফিকুল ইসলাম ধরখার ইউনিয়ন যুবলীগের সদস্য।

তাদের বিরুদ্ধে অভিযোগ, বিগত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় তারা জড়িত ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পেনাল কোডের একাধিক ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫/৬ ধারায় মামলা রয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে এসআই মো. জয়নাল আবেদীন, এসআই সুমন কান্তি দে এবং এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের রোববার (২০ জুলাই) দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

আখাউড়া, বিস্ফোরক মামলা, আওয়ামী লীগ, যুবলীগ, নেতা-কর্মী গ্রেফতার, রাজনৈতিক গ্রেফতার, আইনশৃঙ্খলা, স্থানীয় সংবাদ, অগ্নিসংযোগ, রাজনৈতিক ঘটনা, অপরাধ সংবাদ, বাংলাদেশ রাজনীতি, গ্রেফতার অভিযান, দলীয় কর্মসূচি, নিরাপত্তা পরিস্থিতি

পড়ুন: গোপালগঞ্জে কারফিউ শিথিল, ১৪৪ ধারা জারি

দেখুন: সড়ক-নৌপথ অচল, সারা দেশ থেকে বিচ্ছিন্ন বরিশাল নগরী 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন