১৫/০১/২০২৬, ৪:৩৬ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৪:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়ায় সিএনজিতে স্বর্ণের চেইন ছিনতাই, নারীসহ চার ছিনতাইকারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত সিএনজি অটোরিকশায় এক বৃদ্ধা নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় নারীসহ চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় ছিনতাইকৃত চেইনটিও উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুলাই ) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার মনিয়ন্দ হাইস্কুলের সামনে ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলেন—
১। তাসলিমা আক্তার (৩৫),
২। মো. হৃদয় হোসেন (২৩),
৩। মো. লিটন মিয়া (২২),
৪। মো. নজু মিয়া (৩৫)।

আটককৃতদের মধ্যে নজু মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর গ্রামে। বাকি তিনজনের বাড়ি কুমিল্লার বুড়িচং ও কোতয়ালী থানাধীন এলাকায়।

ভুক্তভোগী মনোয়ারা বেগম (৬০) আখাউড়া উপজেলার মনিয়ন্দ মধ্যপাড়ার বাসিন্দা ও মৃত আবদুল খালেকের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মনোয়ারা বেগম আখাউড়ার উদ্দেশ্যে মনিয়ন্দ হাইস্কুলের সামনে একটি সিএনজি অটোরিকশাকে থামান। চালক রাজি হলে তিনি সিএনজির পেছনের সিটে উঠতে যান। সেখানে আগে থেকেই বসা তাসলিমা আক্তার তাকে মাঝখানে বসায়।

সিএনজিটি মনিয়ন্দ বিজিবি ক্যাম্প সংলগ্ন সড়কে পৌঁছালে তাসলিমা কৌশলে মনোয়ারার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইনটি ছিনিয়ে নেয়। চিৎকার করলে চালকসহ অন্য আসামিরা তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে দেয় এবং দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় স্থানীয় জনতা সিএনজিকে ধাওয়া করে। খবর পেয়ে আখাউড়া থানার এসআই জাহেদুল কাদের তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করেন এবং ছিনতাইকৃত চেইন উদ্ধার করেন।

বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে আখাউড়া থানায় দ্রুত বিচার আইনে চালকসহ পাঁচজনের নাম মামলা রুজু করা হয়। আটককৃতদের শনিবারই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন,“ঘটনার পরপরই আমরা দ্রুত অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছি। এ ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

পড়ুন:কুমিল্লায় সেনাবাহিনীর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

দেখুন: জুলাই মাসে হবে কি জুলাই সনদ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন