আখাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা, ৪৭ পিস ইয়াবা এবং এক বছরের সাজাপ্রাপ্ত একজনসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (৩০ জুলাই) দিনভর উপজেলার বাইপাস রেলক্রসিং, রেলওয়ে কলোনি, মসজিদপাড়া ও ধর্মনগর এলাকায় অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন:
১. আসমত খাঁ (২০),
২. সেকান্দর (৪০),
৩. বিলকিছ বেগম (৩৭)—তিনজনই বনগজ, আখাউড়া থেকে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার।
৪. পলাশ মোহাম্মদ হৃদয় (২৯), পূর্ব রেলওয়ে কলোনি থেকে ২ কেজি গাঁজাসহ।
৫. ফিরোজা বেগম (৬০), পূর্ব রেলওয়ে কলোনি থেকে ৪৭ পিস ইয়াবাসহ।
৬. কাউছার মিয়া (৩৩), ধর্মনগর এলাকা থেকে আদালতের এক বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি।
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, মাদক ও অপরাধ নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে।
পড়ুন: বগুড়ায় যুবদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি
দেখুন: তীব্র দাবদাহে পু*ড়ছে চুয়াডাঙ্গা
ইম/


