26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

ষড়যন্ত্র হচ্ছে আগামী নির্বাচন আরও কঠিন হবে: তারেক রহমান

আওয়ামী লীগ মাঠে না থাকলেও আগামী নির্বাচন আরও কঠিন হবে। বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামে এক কর্মশালায় ভার্চুয়ালী যোগ দিয়ে  তিনি এসব কথা বলেন। বলেন, এখনো অনেক  ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সর্তক থাকার নির্দেশ দেন।

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা ও জনসম্পৃক্তি শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় কর্মশালার আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি।

ষড়যন্ত্র হচ্ছে আগামী নির্বাচন আরও কঠিন হবে: তারেক রহমান
ষড়যন্ত্র হচ্ছে আগামী নির্বাচন আরও কঠিন হবে: তারেক রহমান

এতে লন্ডন থেকে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নগরীর নেতাকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি এখনো বিরোধী দল। যারা ভাবছে সরকার দল হয়ে গেছে তারা ভুল করছে।

পতিত সরকার প্রধান শেখ হাসিনা ক্ষমতা পেয়েছিল কিন্তু বিএনপি ক্ষমতায় যাবেনা মানুষের সমর্থন পেলে দেশ পরিচালনা করবে। তাই দলীয় নেতাকর্মীদেরকে মানুষের আস্থা অর্জনের তাগিদ দেন তারেক রহমান।

ষড়যন্ত্র চলছে কাজেই আগামী নির্বাচন কঠিন হবে বলেও জানান বিএনপির শীর্ষ নেতারা।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। যা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন  বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

টিএ/

দেখুন: ‘আগামী নির্বাচন অনিশ্চিত, নিরপেক্ষ ভোটে কোনো ছাড় নয়’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন