ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বছর বিরতির পর আবারও শুরু হচ্ছে হযরত শাহ্ সৈয়দ আহমদ গেছু-দারাজ (রহ.)— স্থানীয়ভাবে পরিচিত হজরত শাহ্পীর কল্লা শহীদ (রহ.)—এর পবিত্র ওরশ মোবারক। আগামীকাল রবিবার (১০ আগস্ট) থেকে শুরু হয়ে ১৬ আগস্ট পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী আধ্যাত্মিক আয়োজন।
ওরশের মূল আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে। লাখো ভক্ত, মুসল্লি ও দর্শনার্থীর সমাবেশে মুখরিত হবে খড়মপুর মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা।
শত শত বছরের পুরোনো খড়মপুর মাজার এ অঞ্চলের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র। ধারণা করা হয়, ১৪শ শতকে হজরত শাহ্পীর কল্লা শহীদ (রহ.) ইসলাম প্রচারের উদ্দেশ্যে এ অঞ্চলে এসে শহীদ হন। প্রতিবছর এই ওরশে দেশ-বিদেশের ভক্তরা এসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ওরশে উপলক্ষে মাজার এলাকায় বসবে মেলা, যেখানে থাকবে ধর্মীয় সামগ্রী, তসবী, আতর, পোশাক, মিষ্টি ও নানা খাবারের দোকান।
নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব, আনসার, নৌ পুলিশ ও রেলওয়ে পুলিশের মোট ৪১৬ জন সদস্য মোতায়েন করা হবে। এছাড়া সিসিটিভি ক্যামেরা, মেটাল ডিটেক্টর, চেকপোস্ট ও মোবাইল টহল থাকবে। আখেরি মোনাজাতের দিন যান চলাচল আংশিক নিয়ন্ত্রিত থাকবে।
ভক্তরা ট্রেন, নৌপথ ও সড়কপথে ওরশে অংশ নেবেন। রেলওয়ে, নৌপথে নিরাপত্তায় থাকবে বিশেষ টহল।
এবারের মেলার ইজারা ৬৫ লাখ টাকায় ডাকা হয়েছে, পাশাপাশি অন্যান্য খাত থেকে আরও ২০ লাখ টাকার আয় আশা করছে আয়োজকরা। স্থানীয়রা বলছেন, ওরশকে কেন্দ্র করে এলাকার ব্যবসা-বাণিজ্যে ব্যাপক সাড়া পড়ে এবং আয় কয়েকগুণ বেড়ে যায়।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম রাশেদুল ইসলাম বলেন, “খড়মপুর মাজার শুধু আখাউড়ার নয়, দেশের একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক কেন্দ্র। আমরা আশা করি, সকল ভক্ত ও দর্শনার্থী শৃঙ্খলা বজায় রেখে নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করবেন।”
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

